National Sports Awards 2024

Posted by & filed under , .

যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক আজ ২০২৪-এর জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা করেছে। পুরস্কার প্রাপকরা ১৭ জানুয়ারি ২০২৫ সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। 

এবার মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার পাচ্ছেন চার জন। দাবায় গুকেশ ডি, হকিতে হরমনপ্রীত সিং, প্যারা-অ্যাথলেটিক্সে প্রবীণ কুমার এবং শুটিং-এ মনু ভাকের। 

ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবারের অর্জুন পুরস্কার পাচ্ছেন মোট ৩২ জন। অ্যাথলেটিক্সে দুজন- জ্যোতি ইয়ারাজি এবং আন্নু রানী। বক্সিং-এও দুজন – নিতু ও সাউইটি। দাবায় এই পুরস্কার পাচ্ছেন ভান্তিকা অগরওয়াল, হকিতে পাঁচ জন – সালিমা তেতে, অভিষেক, সঞ্জয়, জারমনপ্রীত সিং ও সুখজিৎ সিং। প্যারা তীরোন্দাজিতে অর্জুন পাচ্ছেন রাকেশ কুমার। প্যারা অ্যাথলেটিক্সে অর্জুন পুরস্কারের জন্য রয়েছে  নয় জনের নাম। এঁরা হলেন প্রীতি পাল, জীবনজি দীপ্তি, অজিত সিং, শচীন সার্জেরাও খিলারি, ধরমবীর, প্রণব সুরমা, এইচ হোকাতো সেমা, সিমরান, নবদীপ। প্যারা ব্যাডমিন্টনে অর্জুন পাচ্ছেন চার জন- নীতেশ কুমার, থুলসিমাথি মুরুগেসান, নিথ্যা শ্রী সুমাথি সিভান ও মনীষা রামদাস। প্যারা-জুডোতে রয়েছেন কপিল পারমার। প্যারা শুটিং-এ মোনা আগরওয়াল ও রুবিনা ফ্রান্সিস পাচ্ছেন অর্জুন পুরস্কার। শুটিং-এ এই পুরস্কার পাচ্ছেন দু-জন স্বপ্নিল সুরেশ কুসলে ও সরবজোত সিং। স্কোয়াসে অভয় সিং, সাঁতারে সজন প্রকাশ এবং কুস্তিতে আমান পাচ্ছেন অর্জুন পুরস্কার। 

২০২৪-এর লাইফ টাইম অর্জুন পুরস্কার পাচ্ছেন দুই ক্রীড়াবিদ অ্যাথলেটিক্সে সুচা সিং এবং প্যারা-সাঁতারে মুরলিকান্ত রাজারাম পেটকর।

কোচিং-এর জন্য নিয়মিত তালিকায় দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন তিন জন। প্যারা-শুটিং-এ সুভাষ রানা, শুটিং-এ দীপালি দেশপান্ডে এবং হকিতে সন্দীপ সাংওয়ান। 

এছাড়াও, দ্রোণাচার্য পুরস্কারের জীবনকৃতি বিভাগে রয়েছেন দুই জন। ব্যাডমিন্টনে এস মুরুলীধরন, ফুটবলে আরমান্দো আগ্নেলো কোলাকো। 

রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। ২০২৪-এ মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি পাচ্ছে তিনটি বিশ্ববিদ্যালয়- চন্ডীগড় বিশ্ববিদ্যালয়, লাভলী প্রফেশনাল বিশ্ববিদ্যালয় এবং অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়। 
এই পুরস্কারের জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। ক্রীড়াবিদ, কোচ এবং বিভিন্ন সংস্থা নিজেরাই এক্ষেত্রে নির্দিষ্ট অনলাইন পোর্টালে আবেদন জানান। এবছর পুরস্কারের জন্য বহুসংখ্যক আবেদন জমা পড়ে। 

Click Here to Read Complete List in English