ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী এবং কণ্ঠশিল্পী (Famous Dancer, Instrumentalists, and Vocalists In India)

Posted by & filed under .

ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী (Famous Dancer in India)

ভারতের বিখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পীবালা সরস্বতী, সি.ভি. চন্দ্রশেখর, লীলা স্যামসন, মৃণালিনী সারাভাই, পদ্মা সুব্রহ্মণ্যম, রুক্মিণী দেবী, যুক্তা পানিগ্রাহী, সোনাল মানসিংহ,যামিনী কৃষ্ণমূর্তি
ভারতের বিখ্যাত কথক নৃত্যশিল্পীভারতী গুপ্তা, বিরজু মহারাজ, দময়ন্তী জোশী, দুর্গা দাস, গোপী কৃষ্ণ, কুমুদিনী লাখিয়া, শম্ভু মহারাজ, সিতারা দেবী
ভারতের বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পীজোস্যুলা সীতারমাইয়া, ভেম্পাথি চিন্না স্থ্যম
ভারতের বিখ্যাত মণিপুরী নৃত্যশিল্পীগুরু বিপিন সিনহা, ঝাভেরি বোন (নয়না ঝাভেরি, রঞ্জনা ঝাভেরি, সুবর্ণ ঝাভেরি, এবং দর্শনা ঝাভেরি), নির্মলা মেহতা, সবিতা মেহতা।
ভারতের বিখ্যাত ওডিসি নৃত্যশিল্পীদেবপ্রসাদ দাস, ধীরেন্দ্র নাথ পট্টনায়েক, ইন্দ্রাণী রহমান, কেলুচরণ মহাপাত্র, প্রিয়ম্বদা মোহান্তি, সোনাল মানসিংহ

ভারতের বিখ্যাত যন্ত্র বাদক (Famous Instrument Players in India)

ভারতের বিখ্যাত সরোদ বাদকআলী আকবর খান, আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, বাহাদুর খান, শরণ রানী, জারিন এস শর্মা।
ভারতের বিখ্যাত তবলা বাদকআল্লা রাখা খান, কিষাণ মহারাজ, নিখিল ঘোষ, জাকির হুসেন
ভারতের বিখ্যাত বেহালা বাদকবালুস্বামী দীক্ষিতার, গজানন রাও যোশী, লালগুড়ি জি. জয়রামন, এম. এস. গোপাল কৃষ্ণান, মহীশূর টি. চৌদিয়াহ, টি. এন. কৃষ্ণান
ভারতের বিখ্যাত শেহনাই বাদকবিসমিল্লাহ খান
ভারতের বিখ্যাত সেতার বাদকনিখিল ব্যানার্জি, রবিশঙ্কর, বিলায়ত খান, হর শঙ্কর ভট্টাচার্য
ভারতের বিখ্যাত বাঁশি বাদকহরি প্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, টি আর মহালিঙ্গম
ভারতের বিখ্যাত বীণা বাদককে আর কুমারস্বামী আইয়ার, দোরাইস্বামী আইঞ্জার

ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী (Famous Vocalists in India)

ভারতের বিখ্যাত হিন্দুস্তানি কণ্ঠশিল্পীশুভা মুদগাল, ভীমসেন জোশী, মধুপ মুদগাল, মুকুল শিবপুত্র, পন্ডিত জসরাজ, পারভীন সুলতানা, নয়না দেবী, গিরিজা দেবী, ওস্তাদ গোলাম মুস্তফা খান, গাঙ্গুবাই হাঙ্গল, কৃষ্ণা হাঙ্গল, ভি রাজপুত, কুমার গন্ধর্ব, ফয়সাজ খান, প্রমুখ। মল্লিকার্জুন মনসুর, কিশোরী আমনকার, ওস্তাদ রশিদ খান।
ভারতের বিখ্যাত কর্নাটিক কণ্ঠশিল্পীএম.এস. সুবলক্ষ্মী, বালামুরলিকৃষ্ণ, বোম্বে জয়শ্রী, এইচ.কে. রাঘবেন্দ্র, এইচ. কে. ভেঙ্কটরাম, সীতারাজম, মণি কৃষ্ণস্বামী, অখিল কৃষ্ণান, এম.এল. বসন্তকুমারী, এম.ডি. রামানাথন, জিএন বালাসুব্রামনি, ঠুমরি ওস্তাদ বড়ে গুলাম আলি খান, ওস্তাদ মাজহার আলী খান, ওস্তাদ জাওয়াদ আলি খান, রীতা গাঙ্গুলী, পূর্ণিমা চৌধুরী, শান্তি হীরানন্দ, নয়না দেবী
কাওয়ালিগোলাম হাসান নিয়াজী, সুলতান নিয়াজী, গোলাম ফরিদ নিজামী, চাঁদ নিজামী, ইকবাল হোসেন খান বন্দনাওয়াজি, আসলাম সাবারী
ধ্রুপদওস্তাদ রহিম ফাহিমুদ্দিন ডাগর, জহিরউদ্দিন ডাগর, ওয়াসফুদ্দিন ডাগর, বুন্দেচা বন্ধু, উদয় ভাওয়ালকর, পন্ডিত। অভয় নারায়ণ মল্লিক, পন্ডিত ঋত্বিক সান্যাল

READ THIS ARTICLE IN ENGLISH